এ দুনিয়ার মায়া ছেড়ে--
চলে যাবো বহু দূরে !
নিভে যাবে জীবন প্রদীপ
সবি কিছু রবে পড়ে।

যতই করো কান্নাকাটি
কভু আসবো না আর ফিরে।
চোখের জলে দেবে বিদায়,
মায়ার বাঁধন যাবে ছিঁড়ে !  

কত শত লোকের ভীড়ে
একদিন তুমি ভুলবে আমায়।
তবু আমি ওপাড় থেকে ---
দু'চোখ ভরে দেখবো তোমায়।

আসছে সেদিন ছাড়বো ভুবন--
থাকতে হবে গহীন গোরে !
বদ্ধ ঘরে থাকবো একা
জবাবদিহি করবো তাঁরে।

ইনশাল্লাহ।
আমিন।