আজও রাত-দিন অনবরত খুঁজি ;
একবার এসে বলো, কেন হলে রাজি !
বলেছিলে আমরা এক সাথে থাকবো ,
দিয়েছিলে কথা কভু ছেড়ে নাহি যাবো ।
এ হৃদয় পুড়িয়ে কোথায় গেলে চলে ?
মোর কী দোষ ছিল, প্রিয়া না বলে গেলে !
বারো সাল স্মৃতিচারণে তোমাকে ভাবি,
মনের ফ্রেমে আঁকি প্রিয়তমার ছবি।
স্বপ্নে আছো বাস্তবে এসো, তুমি কোথায় ?
আজ একবারো মনে পড়ে না কি আমায় ?
যেখানে থাকো সুখে থাকো করি মিনতি ;
স্মৃতিপট ভাসে, থামবে জীবন গতি।
একদিন রুগ্নদেহে আসে মোর দ্বারে !
আজি কেন এ হাল বলো না আমারে ?
"স্বামী বেজায় ধনি, আছে সন্তান বধূ !
অমানবিক অত্যাচার সয়েছি শুধু ।"