চাপানউতোর চলছে তবু অপেক্ষা...
বেজেছে দামামা মোড়ল দেবে পরীক্ষা।
না পড়েই গর্বিত ! চমকপ্রদ ফল !
যারা পড়লো বই, বাধায় গ্যাঁড়াকল,
পরিদর্শক কেনো মানবে এই পন্থা !
বাড়ে বাকবিতণ্ডা সকলে করে চিন্তা ।
পন্থার বিরুদ্ধে আদালতে পড়া পক্ষ !
বিচারক শোনে বাদী বি-বাদীর সাক্ষ্য ।
অবশেষে রায়, নির্বিঘ্নে হবে পরীক্ষা...
সব প্রস্তুত জনতা করছে প্রতীক্ষা।
পরীক্ষা হোক পরীক্ষার্থীর উপস্থিতিতে ,
ফল যাই হোক মিলেমিশে রবো শান্তিতে ।