১.নেশাখোর
কি বলবো সই দুঃখের কথা মরদ আমার নেশাখোর
সুরাপানে উন্মাদ হয়ে বন্ধ করে ঘরের দোর
নেশারঝোঁকে প্রলাপ বকে
নিজের বৌ কে মাম্মী ডাকে
আমায় ছেড়ে মরদ সর্বনাশা মদে বিভোর।।
২.মাঝি ভাই
মাঝি ভাই মিষ্টি সুরে ভাটিয়ালি গান গেয়ে
ভরা গাঙ্গে ঢেউ তুলে কোথায় যাও তরী বেয়ে
নাও যায় সোনার অঙ্গ ঘেঁষে
কলসী গেলো জলে ভেসে !
নাওয়াখাওয়া ছেড়ে থাকি তোমারি পথ চেয়ে।।