দেশের সর্বস্ব চুরি করে আইনের ফাঁক গলে...
ক্ষমতার জোরে পেয়ে যাও পাড় অভিনব ছলেবলে !
থাকো আরাম আয়েশে; অপ-সংস্কৃতিতে সদা মেতে,
জনতা উপেক্ষিত, নেতা ব্যস্ত আখের গুছাইতে !
বিনিয়োগের অর্থ সুদসহ উদ্ধারে তৎপর,
আজকালকার নেতা, জনতার কভু রাখে না খবর !
লোকের মাথায় ভাঙো বেল,একি অদ্ভুত নব খেল;
বুভুক্ষু অসহায়, মুলো চুরির অপরাধে দাও জেল।
শত দোষী প্রমাণিত হয়েও নেতা পায়না কভু সাজা!
এবার মোদের প্রতিনিধিকে বানাবো রাজা মহারাজা।