তোমাদের জীবন প্রদীপ সাঙ্গ হবে,
তখন অদৃশ্য কুকর্ম হবে সঙ্গিনী ।
জীবনভর মানো নি স্রষ্টার তত্ত্ব !
করেছো হরণ নারীত্ব,উল্লাসে মত্ত।
বুভুক্ষুর অন্ন কেড়ে ভরেছো গোলা,
অসহায় মানুষকে দিয়েছো দূরে ঠেলে।
জমানো শীতার্ত পোশাকাদি স্তুপের ভাণ্ডার !
লুটেছো রাজস্ব সম্পদ মেরেছো গন্ডার ।
চারিদিকে নিরীহ বুভুক্ষ মানুষের আর্তনাদ,
বিদেশী সুরাপানে বাইজি নাচে দিনযাপন।
বৃত্তবান প্রভাবশালী দাম্ভিকতা অর্থের অহংকারে !
অদম্যশক্তি,মাননবতা লুকিয়েছো গভীর অন্ধকারে ।
আমাদের করুণায় তোমরা এখন সম্পদশালী,
ভোটের ময়দানে ভ্রাতৃত্বের অটুট চিরবাঁধন।
আমরা বাস্তুহারা,তোমাদের জানাই ধিক্কার।,
ভিক্ষা চাইনা,মাতৃধামে সাম্যের অধিকার।
হে প্রভূ, আমাদের দাও শক্তি !
অধমদের হাত থেকে পাবো কি মুক্তি।।