মন ভেঙ্গেছে ঘুম কেড়েছে, পদ্মাপাড়ের মেয়ে !
খেয়াঘাটে লাজে রাঙ্গা, আঁড়চোখে সে চেয়ে।
নীলাম্বরী শাড়ি খানায়, আহা লাগছিলো বেশ !
কৃষ্ণ বরণ আঁখি যে তার, ঢেউ খেলানো কেশ।
ঠোঁট দু'টি তার পলাশ রাঙ্গা, ঝুমকোলতা কানে।
মল্লিকার ওই সুবাস ছোটে, শ্যামা গায়ের ঘ্রাণে।
চেরী বর্ণের নোলক নাকে, মেহেদী রাঙ্গা হাত।
অঙ্গে অঙ্গে বিজলী খেলে দৃষ্টিগোচর ঐ রাত।
10/08/2023.