মৃত্যুর মিছিল বিশ্ব জুড়ে
লাশের পাহাড় দেশে দেশে !
বাঁচার জন্য মানুষ ঘরে
তবুও বাড়ছে নিমেষে।
আজি জনশূন্য পথঘাট
মরীচিকা সন্নিকটে,
পশুপাখির আনাগোনা
মাঝিমাল্লা নাহি তটে।
খাদ্য পণ্য আকাশ ছোঁয়া
বন্ধ সবি কলকারখানা
হাত গুটিয়ে কৃষক ঘরে
নেইকো ঘরে শস্যদানা !
মাতৃক্রোড়ে শিশু কাঁদে
দুগ্ধ মাতা তন্দ্রা হারা,
জেলে তাঁতি মুটেমজুর
শ্রমজীবী কর্ম ছাড়া।
উজার হয়ে যাচ্ছে পাড়া
আমির গরীবের নেই নিস্তার,
প্রতিষেধক মরিচীকা
দিনেদিনে বাড়ছে বিস্তার।
ছোঁয়াচে এ মারণব্যাধি
সাথী থেকো দূরে সরে !
মহামারি নিয়েছে রূপ
দোস্তি হবে ক'দিন পরে।
13/04/2020.