মাটিতে দাও সিজদা,
মাটিরমূর্তি কর বন্দনা।
মাটির বুকে ফলাও শস্য
মা রাখে সন্তানের আগলে,
মাটিকে দাও,কত-শত যন্ত্রণা
অজস্র যন্ত্রণা লয়ে নীরবেই রয়।
মাটি ছেড়ে উড়তে চাও, আকাশে...
সেই মাটিটতে আসো আবার ফিরে ।
মাটির কাছে অনেক ঋণী ভাবো কভু !
আসছে দিন হিসাব দিতে হবে বুজিয়ে,
একদিন মাটিরমানুষ হয়ে ঘুমাবে মাটিতে !
মাটিতে সৃষ্টি আবার মাটিতে হবে প্রাণ লয়।।