আমার ধর্ম বড়ো তোমার ধর্ম ছোট ...
কেন বলছো ভাই ? কেন করছো খাটো ?
ভায়ের বিরুদ্ধাচারে কেন মাতোয়ারা ,
একি মায়ের সন্তান হচ্ছে মাতৃহারা ।
কোমল মগজ ধোলাই হচ্ছে অবাধ !
কী কারণে কার লাগি করছো বিবাদ ।
না বুঝে ভায়ের গলায় মারছো ছুরি !
দাঙ্গাবাজ নিজ স্বার্থে সব নিচ্ছে কাড়ি ।
দাঙ্গাফেসাদ করে শুধু পাবে যন্ত্রণা ,
মায়ের কত সন্তান মরলো ভাবো না ।
আমাদের দেহে প্রবাহিত একি রক্ত ,
আর কভু ঘৃণ্য কর্মে করোনা সম্পৃক্ত ।
সব ধর্মে বলে শান্তি শৃঙ্খলা সততা ।
না বুঝে ধর্ম নিয়ে কেন করো শত্রুতা !
সৃজনশীল কাজে হও মননিবেশ...
মানব প্রেমে স্বর্গ পাবে, ঈশ্বরাদেশ।