রোজা মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে
এই মাসে দোযখের কপাট বন্ধ থাকে।
বেহেশতের দরজা একমাস খোলা রয় ;
রোজাদারের গোনাহ প্রভু মাফ করে দেয়।
রোজার মাধ্যমেই খোদার দিদার মেলে,
আল্লাহর যিকিরে শাশ্বত সুখ ফলে ।
আসমান-জমিনের সমস্ত ফেরেশতা ....
রোজাদারের জন্য করে সুখ প্রার্থিতা।
এই মাসে আল্লাহর কৃপা বেশি প্রশস্ত !
রোজাদারের চাওয়া দিতে সিদ্ধহস্ত।
পবিত্রতম মাসে দানখয়রাত করো,
লোভ ও লালসাহীন এ ভবে জীবন গড়ো।
তাহলে মিলবে দুই পারে অনাবিল সুখ
স্রষ্টার প্রদত্ত পথে, নেই কোন দুখ।
## সকল কবি ও পাঠকগণকে মাহেরমজানের
শুভেচ্ছা জানাই।