মা ছাড়া এই দুনিয়াতে---
কত কষ্টে বেঁচে আছি
সদা থাকি অনাহারী
চোখের পানি শুধুই মুছি।
সবাই ব্যস্ত নিজের কাজে
কেউতো দেয়না দু'মুঠো ভাত
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে
কত কষ্টে কাটে দিন-রাত।
বনবাদাড়ে ঘুরে ফিরি
অনাহারে আদুল গায়ে
মেঠো পথে পড়ে থাকি
কেউ দেখে না তবু চেয়ে।
মাগো তুমি কোথায় গেলে ?
ফিরে এসো ধরাধামে,
ইচ্ছেগুলো ডুকরে কাঁদে
মন ভরে দাও সোহাগ চুমে।