দুধেল গাভী পায় সবুজবর্ণ ঘাস ,
যার নেই গুণ তারে করে পরিহাস !
বাছুরের প্রাপ্য তবু গলে পড়ে রশি ,
বেশি দুধ দিলে মনিব দারুণ খুশি ।
দুধ বন্ধ হলে জোটে না সজীব ঘাস !
গাভী দেয় বেচে অন্যত্র হয় নিবাস।
কায়িক শ্রমে ফলে সংসার শ্রীবৃদ্ধি...
ওরা অপরাহ্নে থাকে বৃদ্ধাশ্রমে বন্দি !
বাঁচতে চাই সোনালি স্মৃতি টুকু নিয়ে ,
সন্তানরা থাকুক নিরাপদে নির্ভয়ে।
সভ্য যুগেও চলছে এ ব্যাধি সর্বত্র !
এপারে আর নয় নিয়ে চলো অন্যত্র।