১,রাতকানা

কি বলবো সই দুখের কথা,স্বামী আমার রাতকানা !  
সেদিন রাতে প্রাণপতি করলো আজব কাণ্ড খানা !
বৌ ভেবে শালীর কাছে এসে,  
মুচকি হেসে ধরলো কষে !
আমি নয় তোমার বধু রাতকানা এখান থেকে যানা।      

       ২,মতিগতি

ও বুবুজান বুঝি না দুলাভায়ের মতিগতি,
আমায় একা পেয়ে নিভিয়ে দিলো ঘরের বাতি।
ভুতুড়ে সব গল্প বলে,
দু'চোখ ভরে অশ্রুজলে।
ভয়ে আমি জবুথবু এ তোমার কেমন পতি ।

      ৩,দাও দেখা

জীবনভর ডাকলাম যারে কভু পেলাম না তাঁরে,
কোথায় গেলে খুঁজে পাবো পারের কাণ্ডারি তোমারে।
সাঙ্গ হবে সাধের জীবন,
মনের আশা হবে কি পূরণ !
আমি পাপীতাপী জীবদ্দশায় দাও দেখা আমারে।