১.প্রাণের স্বামী

প্রাণের স্বামী আমার মস্ত বড়ো ডাক্তার,
বিষম অসুখে মরছি,তবু দেখে না আমার।
ও হরি এখন কি যে করি ;
ওর লাগি দেবো গলে দড়ি !
রুগী দেখে রাতভর আমার দেখে না একবার।

    ২.জাগো নারী

আজও সইতে নারী কইতে আর নাহি পারি,
কত শত ব্যথা হৃদয়ে তবু তো নীরবচারী।
জাগো নারী এসেছে সময়
হবেই হবে মোদের জয়,  
রাঁধবো সম কাজ করবো আমরা বীরনারী।

      ৩.ভীমরতি
      
দাদু তোমার গিন্নী এবারো করছে বাহানা
গতবার মেলায় করলো আজব কাণ্ডখানা।
জর্দা পান খেয়ে প্রলাপ বকে...
আমার কেন স্বামিনী ডাকে !
বুড়োর সনে যাবো না,আমি হয়েছি তোর দিবানা।

     ৪.তুলনা

ময়ূরহাটের মেয়ে সেরিনা নেই তার তুলনা ,
গুনে গুনে ফুচকা খান একশত পঁচিশ খানা !
কব্জি ডুবিয়ে করে আহার
ফিরনী পায়েস তাও সাবাড়,
হোয়াটসঅ্যাপ ইমুতে শোনে নিত্যনতুন গানা।