১. পেটুক
প্রাণের স্বামী আমার ভীষণতর পেটুক,
সময়ে রান্না না হলে ঝিকে মারে চাবুক।
রুটি খান গোটা একাশি !
সাবার করে পান্তা বাসি !
প্রাণপতি অতিশয় বাতিকগ্রস্ত ভাবুক।
২. সেয়ানা ঘুঘু
বারে বারে সেয়ানা ঘুঘু খেয়ে যাও ধান,
এবার ফান্দে পড়ে তুমি হারাবে সম্মান ।
রাখবো তোর বন্দি করে,
অতি যতনে বাহুডোরে।
যেতে নাহিই দেব, কেনো করো অভিমান।
৩. প্রাণপাখি
কালো বর্ণের কন্যা সদা উদার তার দিল।
বাবা-মা চিনতে তারে, কেনো করছো ভুল !
সে যে আমার প্রাণপাখি,
কেমনে তারে দূরে রাখি।
তারি জন্যে ছাড়তে পারি নিজ জাতিকুল।
* সম্প্রতি আসরে অনেকে লিমেরিক (রম্যকবিতা)
প্রকাশ করছেন।আমিও চেষ্টা করলাম।জানিনা
কতটুকু সফল।ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে
গ্রহণ করবেন।