বিয়ের আগে মিষ্টি মুখে        
হেসে হেসে বলতো কথা,  
এখন নাকি পিত্তি জ্বলে
অন্তরে দেয় শুধু ব্যথা।

" আসুক যত বাধাবিঘ্ন
নাহি ছড়বো তোমারই হাত,"
মিথ্যাবাদী পতির জন্যে
আজি দুঃখে কাটে দিনরাত।

স্মৃতি জাগে অন্তর জ্বলে
কতো কথা মনে পড়ে,
তুমি অনেক বদলে গেছো
সংগোপনে অশ্রু ঝরে।  

মিষ্টি মধুর কথায় মজে
কি ভুল করেছি মন দিয়ে
অন্ধ গলির বাঈজী হয়ে
বেঁচে থাকবো দুঃখ নিয়ে ।  

23/06/2020.