দিন যায় দিন আসে পাই না তোমার দেখা,
কোথায় গেলে না-বলে, রাখলে না কেন কথা ?
এক বুক জ্বালা নিয়ে, এখনো খুঁজি প্রিয়ার ;
কী কারণে চলে গেলে, কী দোষ ছিলো আমার ?
জানি পরকে করেছো, আপন আমাকে ভুলে !
একবার এসে যাও দেখে ডাকো প্রিয় বলে।
তোমার বিনে আমার জীবন অন্ধকার ,
জীবনের সায়াহ্নে স্মৃতি কাঁদায় আমার।
প্রেম বাঁধা বৈষম্য কখনোবা নাহি মানে...
বুকের ভিতর জ্বলে অনল কেউনা জানে।
আমাকে কাঁদিয়ে সুখে থাকো করি এ মিনতি,
প্রভু এবার থামাও, মোর জীবনের গতি।