আমাকে কেউ কোন দিন ভালোবাসে নি ,
আমাকে বাবা কোন দিন চোখ রাঙাই নি !
যা চেয়েছি তা পেয়েছি, বারণ করে নি !
আজব রূপকথার গল্প শুনায় নি !
মাতৃহারা ছোট্ট শিশু বাবা নেই পাশে !
পড়াশোনার জন্য পাঠাই দূরদেশে !
বাবা প্রতি মাসে আমাকে টাকা পাঠাতো ,
নিজ কাজে ব্যস্ত কোন দিন নাহি যেতো।
পড়াশোনায় অনীহা হয় নেশাগ্রস্থ ,
অল্প দিনেই নেশায় শরীর অসুস্থ ।
ওরা দ্রুত পাঠিয়ে দেয় হাসপাতালে ,
তবু বাবা আসেনা, যবো কি পরকালে ?
চিকিৎসায় অল্পদিনে আরোগ্যলাভ,
নার্সের ছোঁয়ায় পালটে যায় স্বভাব !
জীবনে প্রথম পেয়েছি মানবি সেবা !
কথা দাও বন্ধু, কভু নাহি ছেড়ে যাবা।