* কসাই
হাঁসখালীতে বাড়ী আমার হাসনা হেনু মাসী,
শখের বশে পুষে ছিলাম গোটা দশেক খাসী ।
উড়নচণ্ডী মেসো মশায়
ডাকাবুকো জল্লাদ কসাই !
একে একে হত্যা করে আমার করলো দাসী।
*নিদ্রাহীন
শোনো দেওর চুপিসারে দাদা এখন আছে ঘরে,
আর ডেকো না অমন করে, এসো তুমি একটু পরে।
মাতাল পতি ভীষণ কড়া,
কাটবে মাথা পড়লে ধরা ;
প্রেম রাখি না কুল রাখি ? নিদ্রাহীন স্বামী কাহিল জ্বরে।
28/06/2020.