দাওনি সম্মান দিয়েছো শূল
নীরবে সয়েছি আক্রোশ ;
যতবার এসেছি কাছে
তিলে ফোঁটা কমেনি রোষ।
কাছের স্বজন দূরে ঠেলে
তকমা লাগাও অসুর বলে ৷
অহরহ নীরবচারীর
রক্ত ঝরে রোষানলে।
পুঞ্জিভূত বাষ্প ধোঁয়া
ঘনঘটা সন্নিকটে,
কোনো এক বৈশাখী ঝড়ে
আছরে পড়বে রুক্ষ তটে।
11/08/2020.