রাতদিন অনবরত খুঁজে চলেছি,
স্মৃতিলোপ হবেনা কোন দিন।
ভুলতে পারবোনা গর্ভধারিণীকে,
বল প্রভু মোর অপরাধ----?
স্মৃতিকথায় অন্তর বেদনার্ত।
আজ সভ্যসমাজ বলো আমার ?
দারিদ্র্যতার সংসারে মা আর আমি।
ত্রিভুবনে মোর নেই আর কেউ !
চৌধুরীর ভিটেই তালপাতার ঘর।
পেশা ভিক্ষাবৃত্তি থাকে অনাহারে,
আমি অনাথাশ্রমে অধ্যয়নরত ;
মাঝে-মধ্যে আসতো মোর দেখিতে।
ঈশ্বরের কৃপায় উচ্চশিক্ষিত হয়ে,
মানবাধিকার দপ্তরে হই আধিকারিক।
আমরা থাকবো সুখেদুঃখে অন্ততকাল !
মাকে করবো সেবাযত্ন জীবনভর।
মাতৃধামে গড়বো দারিদ্রমুক্ত সমাজ,
স্বপ্ন সফল ! বাস্তবায়নের অপেক্ষায়।
মায়ের ইচ্ছায় সম্মত হয়ে,
চৌধুরীর দুলালীর সাথে বিবাহবন্ধন।
আমার অ-বর্তমানে অমানবিক যন্ত্রণা !
মা নীরবে শয় শত অত্যাচার।
কাউকে না বলে ছাড়ে মন্দির !
ঠিকানা বহু দূর আজানা গন্তব্যে ।
মদের নেশায় বুকের জ্বালায়,কেঁদে চলেছি।
সান্ত্বনা দেয়না সভ্যসমাজ কেন কাঁদছি ?