জনতার আশা...
মিটবেই প্রত্যাশা।
তবু জনতা ক্ষুধার্ত
ক্ষুধার জ্বালায় আর্ত।
দুবেলা অন্ন নাহি পায়,
জনতা দু'মুঠো অন্ন চায়।
কোথায় মৌলিক অধিকার?
চারিদিকে ক্ষুধার্তর হাহাকার!
সদা আম-জনতা বুভুক্ষিত রয়
সরকার ক্রমশই মারণাস্ত্র বানায়।
আজ বেকার যুবক-যুবতী কর্মহারা
কোটিকোটি টাকার অস্ত্র গুদামে ভরা।
দিনেদিনে বাড়ছে মারণাস্ত্র খাতে বাজেট
উন্নয়ন খাতে হ্রাস জনতাকে বানাচ্ছে গবেট।।