সময় যাচ্ছে দ্রুত চিনলে না তাঁর !
যে পাঠাল দুনিয়ায়, তাঁকে করো পর।
আনন্দ উল্লাসে সদা থাকো মেতে ;
একদিন সব কিছু, ছেড়ে হবে যেতে ।
থাকবে তুমি গহীন অন্ধ কবরে !
অনন্ত কাল রবে, ঐ বদ্ধ ঘরে।
কেয়ামত আসন্ন, নয় দেরি আর !
রোজ হাসরের মাঠে হবেই বিচার।
তোমার পাপ পুণ্য, হবে সহায়ক ;
কর্ম গুণেই পাবে স্বর্গ নরক।
অসৎ সঙ্গ ছেড়ে, স্রষ্টাকে জানো...
তাঁর প্রদত্ত প্রেম, চিরকাল মানো ।
সময় গেলে সাধন, হবে-না এ ভবে,
যাচ্ছে সময় দ্রুত, সাধন করো তবে।