ধুলোমাখা আদুল গায়ে খেলায় মত্ত,
জানালার কাঁচ সরিয়ে দেখে সোনামণি !
রং-পেন্সিল বইখাতা খেলনা-পুতুল কত্ত !
খেলবে না ওদের সাথে, বলে সোহাগিনী !
গৃহকর্ত্রী খাবারের উচ্ছিষ্ট ছোঁড়ে ডাস্টবিনে।
কুত্তার প্রাপ্য ওরা খাই মহা আনন্দে !
ছোট্ট সোনামণি খাবার দেয় গোপনে,
অনাহারে শিশু মরে চির-দুখিনী কান্দে।
গৃহকর্তা লেখাপড়া দেখভাল করে সদা,
সোনার চামচ মুখে নিয়ে এসেছে ধরায় !
পড়াশোনা করলে, জীবনে আসবেনা বাঁধা।
চিনবে, জানবে, শুনবে, করবে জ্ঞানের বড়াই !
বিকৃত সমাজ ব্যবস্থা চলছে সুন্দর মাতৃধামে।
মানবের সৃষ্টি অপচয় ও বিলাসিতা চলছে হরদমে।।