টাকারকুমির ফোকলা দাদু
কালাজ্বরে ভীষণ কাবু ,
নাড়ী টিপে হেকিম বলে...
নেমক ছাড়া খাবে সাবু।
নিয়ম মেনে খাবে দাওয়াই
কমবে রোগের বাড়াবাড়ি
দক্ষিণা দাও হাজার টাকা
সুস্থ হবে তাড়াতাড়ি।
কথা শুনে কিপটে দাদু
গর্জে উঠে বলে তারে,
সারলে ব্যধি পাবে টাকা
পৌঁছে দেবো তোমার দ্বারে।
রেগেমেগে হেকিম সাহেব
দাওয়াই নিয়ে গেলো চলে
রগচটা তেলেবেগুনে
কাণ্ড দেখে উঠলো জ্বলে।
মতলব কষে রুগ্ন দাদু
আবার আনে তারে ডেকে
হাতে হাতে দেবো টাকা
দাওয়াই নিয়ে বসলো বেঁকে।
21/06/2020.