#############################
কবিতার আসরে স্বনামধন্য কবি ও সাহিত্য
বিষয়ক আলোচক মাননীয় সহিদুল হক
সাহেবের রচিত কবিতা  "ছড়াছড়ি ----২৮"
এর ছায়া অবলম্বনে রচিত।কবিতাটি মান্যবর
হক সাহেবকে উৎসর্গ করলাম।
##############################


কেউ বা কাঁদে সুখে
কেউ বা হাসে দুখে !
কেউ বা মগ্ন প্রেমে
কেউ বা বিভোর কামে।
কেউ বা থাকে উপোষ
কেউ বা বেঁচে মুখোশ।  
কেউ বা করে শিকার
কেউ বা থাকে বেকার।
কেউ বা চালায় বিমান
কেউ বা আনে ঈমান।
কেউ বা কর্মে দক্ষ
কেউ বা দিচ্ছে সাক্ষ।
কেউ বা ভীষণ চতুর
কেউ বা হচ্ছে ফতুর।
কেউ বা লেখেন কবিতা
কেউ বা করছে ভণিতা।
কেউ বা হয়না প্রভু
কেউ বা রোগে কাবু ।
কেউ বা পাইনা টাকা
কেউ বা যাচ্ছে ঢাকা।
কেউ বা দিচ্ছে পোষণ
কেউ বা ভাবে মরণ।