তোমার বিনে কেমনে থাকি,
বিরহ জ্বালা সইতে নাহি পারি !
কোথায় গেলো প্রাণের পাখি !
তোমার ছাড়া, দু'চোখে ঝরে বারি।
তোমার লাগি কান্দে মন
কোথায় গেলে আমার না জানিয়ে !
তুমি আমার কত আপন...
রামধনুর রঙে দিতে সাজিয়ে !
মধুর সুরে গাইতে গান
হৃদয় ভরে যেতো মরমী গানে,
প্রিয়সখা এ দেহের প্রাণ !
মনের মাঝে আছো সংগোপনে।
তোমার সনে বাঁধবো ঘর,
শত বিপদে থাকবে বন্ধন !
দু'জনে রবো জীবনভর ;
কেনো ওয়াদা করিলে খণ্ডন ?