সারাদিন কর্ম-ব্যস্ততায় থাকি মজে,
কাজের ফাঁকে আসি আসরের কবিতায় ।
পড়ি কিছু কবিতা আবার ফিরি কাজে,
থাকে মন উৎসুক কবিদের পাতায়।
কাজের শেষে ক্লান্ত শরীরে ঘরে,
করি নিজ হাতে রকমারি রান্না।
চিন্তা-ভাবনায় থাকি,প্রিয়সখা দূরে !
মজেছি কবিতায়,প্রিয়ার তাই কান্না।
সন্ধ্যা হতে নিঝুম রাতে পড়ি.....
শত শত কবিদের বৈচিত্র্যময় কবিতা।
বিবিধ জ্ঞানের ভান্ডার সমৃদ্ধি করি,
কাব্যিক ছন্দময় শব্দচয়ন লেখনীতে মুগ্ধতা ।
মন্তব্যে উদ্বুদ্ধ! প্রেরণার পথ দেখায়,
কবিতায় খুঁজে পাই কবিতার রসদ।
কবিদের লেখনীতে বিনয়ী ভদ্রতা শেখায়,
কাব্যিক শব্দচয়ন জানতে পারি বিশদ।
কবি ও কবিতা অমরত্ব মরণশীল।
উপকৃত অবহেলিত মানবজাতি কবিদের লেখায়,
কবির লেখনীতে সমাজ হয় সৃজনশীল !
শব্দসৈনিকরা বৈষ্যমের বিরুদ্ধে রুখতে শেখায় ।
কর্ম ও কবিতার মাঝে অনাবিল সুখ!
কবির লেখনীতে মুছে যাক সমাজের দুখ।