ক'দিন কাহিল কৃষ্ণা কাকী
কেটেছে কান করাত কলে,
কেঁপে কেঁপে কেঁদে কেঁদে
কথা কয় কাছারি কোণে।  
কাতর কণ্ঠে কর্তা কহেন,
কে-বা করিবে কাজকর্ম !
কাকভোরে কাসেমী কালা      
কলা কমলা কদবেল কদু
কাপড় কম্বল কাগজ কিনে।
কি কাণ্ড, কি কীর্তি কহে,
কাকীর কালসিটে কানে
কাসেমী কালা কষে কিল ।।

16/06/2021.

বিঃদ্রঃ--ভিন্ন ঘরানার প্রয়াস।মূলত "ক" অক্ষর দিয়ে
কবিতার সব শব্দচয়ণ।গঠনমূলক সমালোচনা করলে উপকৃত হবো।