হৃদ আকাশে মেঘ জমেছে
চোখে বহে বারিধারা
তোমার পানে থাকি চেয়ে
তবু তুমি দাওনা ধরা !

ব্যথায় কাতর এ দেহমন
কাছে থেকেও কেন দূরে !
সুখের পায়রা উড়ে গেল
দুঃখগুলো থাকে ঘিরে।


তোমায় নিয়ে নাও ভাসিয়ে
যেতাম সুদূর পদ্মাপারে,
সংগোপনে কেঁদে মরি
স্মৃতিরা সব উঁকি মারে।

এখন তুমি অন্যের সাথি
ঘোমটা মুখে চন্দ্রমুখী
সন্নিকটে তবু দূরে !
স্মৃতিগুলো আগলে রাখি।