আকাশ ছোঁয়া অট্টালিকা আমরা পায় না ঠাঁই !
ফুটপাতে অনাহারে কত কষ্টেই দিন যায় !
আমাদের মেহনতে গড়া বৃহৎ অট্টালিকা,
ছলচাতুরীতে বিপন্ন শ্রমজীবীর জীবিকা !
মরুর বুক সবুজ করি, কঠিন শিলায় ফুল ;
দুর্গম গিরি জয় করে বসতির অনুকূল।
প্রতিকূলতা তুচ্ছ করে, জীবনটা হাতে লয়ে--
ভূগর্ভস্থ সম্পদ তুলি, থাকি অনাদায়ে !
দেশের সর্বস্ব লুটে হচ্ছো ধনকুবের !
আসছে সেইদিন জবাব দিতে হবে তোমাদের।
চূর্ণবিচূর্ণ করবো ভণ্ড ঘুঘুর-বাসা,
সেদিন সার্থক হবেই সাম্যাবস্থা আশা।
'আর নয় দেরী, শ্রমজীবী ভাই হও সোচ্চার;
জয় সুনিশ্চিত, মিলবে কাঙ্ক্ষিত অধিকার।'