কলসি কাঁখে হেলেদুলে
রূপবতী কাজলা মেয়ে
গোধূলি লগ্নে যায় ঘাটে
ব্যাকুল হয়ে থাকি চেয়ে।  

মেঠোপথে চোখাচোখি
ণই কিনারায় পাশে বসি,
কানেকানে চুপিচুপি  
বলি প্রিয়ে ভালোবাসি ।  

স্বপ্ন দেখি তোমায় নিয়ে
গড়বো বসত তপোবনে,
রাণী হয়ে থাকবে প্রিয়ে
জীবনভর থাকবো দু-জনে।

বাধাবিঘ্ন আসুক যতো  
প্রেমের পরশে কাটবে রাত
জীবন দিয়ে রাখবো প্রিয়ে।
কভু ছাড়বোনা তোমার হাত।  

16/1/2020.