যন্ত্রণা  
           নাসিরউদ্দিন তরফদার

      আনেক দিনের কষ্ট,
      হারায় নি,স্মৃতি;
     দাদুর বুকের যন্ত্রণা,
      আত্মীয়র অমানবিক আচারণ ;
     পায়নি,আথিওয়তা সম্মান,
     অশ্রুসিক্ত চোখে গমন ;
      প্রবল কালবৈশাখী ঝড়ে,
     নীড় হারা পাখীর মত;
      বহু ক্রোশ হেঁটে,
       জুটলো সাময়িক আস্তানা;
       ভেঁজা জামা,লুঙ্গী,টুপি :
       যন্ত্রণা নিভাতে যেন অনাবৃষ্টি ;
       ধূপ-ধুনার সুরভী গন্ধে,
      নিজ-নিজ ধর্মাচরণে মগ্ন ;
       যেন বৈচিত্ত্যময় ঐক্য,
         স্বদেশ নীতির মূলধন :
         নির্বাক রুগ্ন শরীর,
        প্রভাতে আসে আলয়ে ;
         সাঙ্গ হল পথচলা,
         আত্মীয়-স্বজনের কাঁদিয়ে।।