মোদের আদরের সোনা বাবু সজীব
দুবছর পার করে পড়লো তিনে।
খেলার সঙ্গী খেলনা-পুতুল আর রাজীব !
বলে অনেককথা, কথাফোটা শিশুমনে।
মায়ের কাছে বাইনা করে অনেককিছু,
বাবার আদুরে, মায়ের বুকের ধন।
মধ্যবিত্ত সংসার বাইনাতে হয়না পিছু ,
মা বাবার আনন্দ উল্লাসে ভরে মন।
ওর দুরন্তপনায় পোষ্যরা সব অস্থির,
মা শোনায় রূপকথার আজব গল্প !
রোজ-রোজ দেখতে আসে ভিক্ষুক মহাথীর,
মা বলে খাবে না আর অল্প।
ওর খুশিতে মায়ের মুখে হাসি,
চেঁচানো-চিল্লানো দুষ্টুমিতে ক্ষুব্ধ প্রতিবেশিনী।
জামার পকেটে থাকে কাগুজে বাঁশি !
আত্মীয় স্বজনরা শোনে ওর কাহিনী।
"গুরুজনের করবে শ্রদ্ধা কর্ম হবে সৃজনশীল,
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে করবে সেবা দিনভর।
সকলের আশিস লয়ে জীবন হবে গতিশীল,
আদর্শ কর্মই ধর্ম উপলদ্ধি করবে জীবনভর। "
বছরবছর আসুক ফিরে,এই আনন্দের দিনটা।
প্রভুর কাছে প্রার্থনা, অমরত্ব হোক জীবনটা।।
আজ খোকার জন্মদিন (সজীব হাসান তরফদার)
কবিতাটি খোকাকে উৎসর্গ করলাম।
০২/০১/২০১৮.