রংটা নাহয় একটু কালো
গুণবতী শ্যামা,
লেখাপড়ায় অতি পটু
বড়াই করে মামা।

তিনকুলে অভাগীর কেউ নেই
আমি অধম ছাড়া,
পরদেশী বাবা নেশাখোর  
শৈশবে মাহারা।

ছেলে পক্ষ কন্যা দেখে
আঁতকে উঠে বলে,
রংটা মেয়ের বেজায় কালো
যৌতুক ছাড়া চলে ?

হীরে মুক্তা সোনা চাঁদি
চায় নগদ কড়ি,
কথা শুনে জনম দুঃখী
গলে দেয় দড়ি।

24/09/2020.