লোকদেখানো ধর্মকর্ম রংবেরঙের আলোর মেলা !
জমকালো আয়োজনে প্রকাশ্যে চলে জুয়াখেলা !
এলাহি সব খানাপিনা জনজোয়ার সারা পাড়া।
চোখধাঁধানো পোশাকপরা নাগরদোলায় আত্মহারা !
ইচ্ছেমতো ঘোরাঘুরি সারাটি রাত উদ্দীপনা।
হাতে গোনা ধর্ম ভীরু শুনছে তাঁরা আলোচনা।
সত্যবাদী ধর্মগুরুর ফাঁকা মাঠে বৃথা প্রয়াস !
আলোকসজ্জার অনুষ্ঠানে ধর্ম ভীরু আজি নিরাশ।
** ইংরাজি নববর্ষে সকলকে জানাই,প্রীতি ও শুভেচ্ছা।
01/01/2025.