সৃষ্টিকারীকে কত নামে ডাকে মানবে ,
কেউ ডাকে ঈশ্বর আল্লা গড্ দয়াল !
যুগে যুগে মহামানব এসেছে ভবে ।
তবু তৈরিকৃত বিভেদের দেওয়াল !
পুরাণ কুরান বাইবেল ত্রিপিটক
সব ধর্ম গ্রন্থে মানবতার জয়গান ।
স্বার্থের লাগি নৈতিকতা নিরর্থক !
মহিষীর বাণী মানবতার আহ্বান ।
দু'দিনের দুনিয়ায় আমরা অতিথি !
জাগতিক সুখ শান্তি বেশিদিন নয় !
একদিন থেমে যাবে জীবনের গতি !
সৎ কর্মে পরকালে থাকবেনা ভয় ।
সহিষ্ণুতা ছেড়ে কেনো ভেদাভেদে রও !
হিংসা বিদ্বেষ ভুলে সৎ পথে চলো ,
সৎ বাক্যে সৎ কর্মে "তাঁর" খুঁজে লও ।
রংতামাশা মজে কেনো স্রষ্টাকে ভুলো !