শেষ দুনিয়ায় ঈমান রাখা কষ্ট !
লোভ লালসায় ঈমান হয় নষ্ট।
সভ্য মানুষ দুষ্ট নানান দোষে...
সদা মেতে রয়, আনন্দ উল্লাসে !
অমৃত বাণীতে আজি মন নাহি গলে,
অহরহ নিজ খেয়াল খুশিতে চলে !
এখন খোদার বিধান অবহেলিত,
নবীর বাণীতে হয়না আর মোহিত !
স্রষ্টাতত্ত্ব নিভৃত মানুষ ভাবে...
'শূন্য থেকেই আসা সেথা যেতে হবে !
দুনিয়াবি কভু নয় আখেরি বাজার ;
খাও দাও নাচো, কিচ্ছু ভেবো না আর !'
খোদার বিধান আজি লক্ষ্য-ভ্রষ্ট,
শেষ দুনিয়ায় ঈমান রাখা কষ্ট।