হানাদার শাসক বাংলা করে ভাগ !
পলি মাটিতে দেয় নব সীমার দাগ !
জনতা চেয়েছিল, দেশ থাক অখণ্ড।
ভাগের ফলে আমজনতা লণ্ডভণ্ড !
বিদেশিরা ,বর্বরের হাতে দেয় দেশ !
পাক বাহিনী বাঙালির করবে শেষ !
পাকরা উর্দুভাষাকে করে কার্যকর ।
বাংলায় বাড়তে থাকে অপ্রীতিকর !
সাত-ই ফাল্গুন মুক্তির বীজ বপন ,
আজ বাঙালীর স্বপ্নের আশা পূরণ।
মাতৃ ভাষা মধুর ভাষা বাংলা ভাষা ;
বাংলায় খুঁজে পাই ; প্রীতি ভালোবাসা ।
হানাদার সুযোগের অপেক্ষায় রয় !
ওদের দেখে কখনো করবো না ভয়।
আমরা ফের ঐক্যবদ্ধ হয়ে রুখবো ,
আমরা ভবে মাথা উঁচু করে থাকবো ।