হাম বড়া ভাব কত্তা মশাই
কাউকে ভাবে না সে মানী,
যা খুশি তা বলে সবার
চোখে ঝরায় নোনাপানি !
গোল পাকাতে বড্ড পাকা
কাজেকর্মে লবডঙ্কা,
পরের খেয়ে গতর মোটা
বাক্যালাপে বাড়ায় শঙ্কা !
বিষে ভরা অন্তর খানি
তিলে ফোঁটা নাহি ঈমান,
দুখী জনের অন্ন কেড়ে
অট্টহাসে ইবলিশ শয়তান।
ছলচাতুরী দাম্ভিকতা
রঙ্গ রসে কাটে বেলা,
রবি হেসে উঠবে প্রাতে
সাঙ্গ হবে নিঠুর খেলা।
16/07/2020.