ঝড়ের থেকে অধিক গতি
ধূমকেতুর মতন আবির্ভাব ।
সীমা ছাড়িয়ে দ্রুত দেশান্তরি,
জন্মায় নারীঘাতী পিচাশ-দল ।
রক্তেমাখা হাত কোমল শরীরে,
কুসংস্কার ঝোলাভরে সৃষ্টির তত্ত্ব।
স্বার্থান্বেষীর মিথ্যাভাষণে মাতৃধাম কাঁদে !
ধর্মের-বাণী বিকৃত,ফতোয়ায় বিজ্ঞ ;
জনমতের ময়দানে রটনা মূলধন !
অনাহারে শিশু,শ্রীবৃদ্ধি ধন,
সিঁদুর মুছে হয় কুমারীত্ব !
অমঙ্গল,অপবাদ নীরবে শয়।
প্রাকৃতিক ঝড় থামে দ্রুত।
সর্বনাশী ঝড় বিস্তৃত বহুকাল !

প্রভূর কাছে প্রার্থনা শক্তি দাও,
সৃজনশীল লেখনীতে হোক ব্যধি বিলুপ্ত ।।