নিরিবিলি ঝোপঝাড়ে পরিত্যক্ত শিশু !
ফেলে সেই জনই মানব রূপি পশু !
কলঙ্ক থেকে মুক্তির ঘৃণ্য অপরাধ ;
অতি সভ্য যুগে ব্যধি চলছে অবাধ !
বিকশিত হওয়ার আগে ভ্রূণ হত্যা ,
তবু অনেক ভ্রূণ পাই মানব স্বত্বা ।
কিছু শিশুর ভাগ্যে জোটে আশ্রয় দাতা ,
পরিত্যক্তের ঘাতক নিজ পিতামাতা !
জীবদ্দশা শোনে বেজন্মা বেওয়ারিশ।
নির্যাতিত তবু কেউ করেনা সালিশ !
পিতামাতার দোষেই ওরা আজ দুষি,
বেওয়ারিশ তকমা সয় দিবানিশি !
কোথায় মৌলিক অধিকার মানবতা ?
দাও প্রভু ! ওদের সম্মান ও ক্ষমতা।