সম্পদে ভরপুর সোনার দেশ
তবু গরীব অনাহারে !
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ
নেতার নজর নাহি পড়ে !
  
অন্নের লাগি কাজের জন্য
দুঃস্থ লোক যায় নেতা দ্বারে,
কিছু নাহি শুনে নেতা
দুঃখীর স্বপ্ন পিষে মারে !

ওদের রক্তে এদেশ গড়া
ইতিহাসে প্রতিপন্ন
দেশ ভাবে না একটু ওদের
কেন ওরা আজ বিপন্ন !  

যুগ যুগ ধরে চলছে প্রহার  
অবসানের নেই কি উপায় ?
গরীব দুঃখী আমাদের ভাই
বুক ফেটে যায় ওদের কান্নায় !