ক্ষণে ক্ষণে মনে পড়ে
স্মৃতি ভাসে দু'নয়নে
আঁখি ভরে অশ্রু জলে
কেঁদে মরি সংগোপনে।
নাহি বলে প্রিয়তমা
কেনো গেলে দূরে চলে ?
তোমার লাগি পাগলপারা
তুষেরআগুন হৃদে জ্বলে !
সেদিন আমায় বলেছিলে
রাখো বেঁধে বাহুডোরে
দেহমন দিয়েছি সপে
রেখো সুজন সুখের নীড়ে।
কভু ভুলতে নাহি পারি
পথো পানে চেয়ে থাকি
হৃদয় জুড়ে আছো তুমি
ফিরে এসো পরাণ পাখি।