স্বপ্নগুলো সত্যি হতো
ভাবনাগুলো দূরে যেতো।
ফেলতাম না আর চোখের পানি,
যদি পেতাম মা জননী।
মাগো তুমি আমায় ছেড়ে--
থাকো কেন আকাশ পাড়ে ?
ফিরে এসো ধরা ধামে,
মন ভরে দাও, সোহাগ চুমে।
তোমার ছেলে অনাহারে
গান শুনিয়ে ভিক্ষা করে।
শত জ্বালা বুকে লয়ে,
তারার দিকে থাকে চেয়ে !
চুপিসারে তারা ডাকে--
আমার মাঝে পাবে মাকে,
চলে এসো তারার দেশে ;
থাকবি বসে মায়ের পাশে।