শহরের কোলাহলময় জীবন ছিলো অন্যরকম।
হয়েছি,লাঞ্ছিত-বঞ্চিত,নগর-জীবন ছিলো,অনিয়ম!
ফিরে এলাম সোনার গাঁয়।
আতীত দিনের স্মৃতি মধুময় !
স্মৃতির আইনা ফিরে পাই।
সবুজের বুকচিরে মেঠোপথে,
আবার রাখালের সনে তেপান্তরে।
ছুটবো প্রভাতে আসবো সাঁজে !
কৃষাণ-কৃষাণীর সাথে,কাটবো ফসল
গরুর গাড়িতে আনবো ফসল ঘরে।
গাড়োয়ান হবো,পল্লীর মেঠো পথে,
তুলবো মধুর সুর,কালার বাঁশতে।
গাইবো রাখালি গান,সমবেত কন্ঠে !
নাও ছাড়বো,বিলে শাপলার খোঁজে,
মাঝিগিরি করবো,বৈঠা নিয়ে হাতে।
গাইবো,"নাও ছাড়িয়া-দে,পাল উড়িয়া-দে,
মরা-নদীতে প্রেমের জোয়ার আইলো রে"।
মরা নদীর বাঁকে করবো আবাদ,
নিজে বাইবো লাঙল সকাল-সন্ধে।
গাঁয়ে জেনো হয়গো মরণ,----- আনন্দে !