রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফলায় ফসল,
কায়িক শ্রমে আবাদি গড়ে ভরা জঙ্গল।
মরুর বুক সজীব করে, কঠিন শিলায় ফুল ;
লবণাক্ত মাটিকে চাষাবাদে অনুকূল।
মৃত্তিকায় ফসল উৎপাদনে ব্যস্ত,
জাতির মুখে অন্ন যোগাতে সদা মত্ত।
চাষাভুষা, উজবুক দিচ্ছ গালিগালাজ !
তোমারি পিতামহর পেশা ছিল কৃষিকাজ।
আজি সেকথা কেমনে, ভুলিলে চাষার ব্যাটা !
কেন করছো নিরীহ চাষিকে বলির পাঠা ?
সভ্যসমাজ দাও জবাব কেন শোষিত ?
কৃষকের অধিকার কেন করো লুণ্ঠিত !
জগৎ জুড়ে চলছে, কৃষকের অনাচার !
এসেছে সময় চাষি ভাই হও সোচ্চার।