আদুল গায়ে এলোকেশী
অশ্রু ঝরে দু'চোখ বেয়ে
বনবাদাড়ে মা'কে খোঁজে ...
পথের পানে থাকে চেয়ে ।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
মা জননী আছে পাশে ,
মা-মা বলে প্রলাপ বকে
এলোকেশী খিলখিল হাসে ।
নিদ্রা ভাঙলে ডুকরে কাঁদে
মা জননী আছে কোথায় !
বাবা থাকে চুপটি করে
নিয়ে চলো আজি সেথায়।
পুকুরপাড়ে বেড়ার ধারে
নুইয়ে পড়া বাঁশের নীচে
মা জননী আছে শুয়ে
সত্য কথা নয়তো মিছে।
কিসের লাগি আমায় ছেড়ে
বদ্ধ ঘরে আছে শুয়ে !
মা জননী এসো ফিরে
ডুকরে কাঁদে কবর ছুঁয়ে।
28/01/2020.