সকাল থেকে খেলছে ওরা...
দাও মা ওদের সাথে খেলতে।
সকাল বিকাল শুধুই পড়ি,
অহরহ বলো পড়তে।

খেলবো আমি ওদের সাথে,  
পদ্ম বিলে নাইতে যাবো।
গামছা পোরে জলে নেমে
ইচ্ছেমতো সাঁতার কাটবো।

কেন বলো অমন কথা
খেলা করে কিবা পাবে !
কার্টুন দেখো ঘরে বসে,
বিদ্যালাভে বুদ্ধি হবে।

ওরা কভু নাহি পড়ে,
বনবাদাড়ে ঘুরে বেড়ায়।
সদা থাকে হাসি মুখে,
মধুর সুরে বাঁশি বাজায়।

আমায় শুধু বলো পড়তে
ওদের কেন পড়াও না।
এবার ওদের ডেকে আনো,  
"মানবো নাতো তোমার বায়না"।  
  
লেখাপড়া খেলাধুলা...
সদা মিলেমিশে করবো।
আমরা হিংসা বিবাদ ভুলে
ত্রুটি মুক্ত সমাজ গড়বো।